বাংলাদেশে উৎপাদিত ও বিদেশ হতে আমদানিকৃত পণ্যের মোড়কে থাকা QR Code স্ক্যান করে ঐ পণ্য বাজারজাতকরণে বাংলাদেশে বিএসটিআই’র অনুমোদিত লাইসেন্স/সার্টিফিকেট/ছাড়পত্র রয়েছে কিনা যাচাই করা যাবে। বিএসটিআই’র লাইসেন্স ইস্যু, নবায়ন, বাতিল ও স্থগিতকরণ সম্পর্কিত তথ্যাবলি QR Code স্ক্যান করে তাৎক্ষণিকভাবে অনলাইনে যাচাই করার নিমিত্ত অত্যাধুনিক ডিজিটাল সিস্টেম নির্মাণ করছে। বিএসটিআই অনুমোদিত প্রতিটি পণ্যের মোড়কে বিএসটিআই লোগোর পাশাপাশি একটি QR Code থাকবে। যেকোন ব্যক্তি/প্রতিষ্ঠান স্মার্টফোন ব্যবহার করে কোডটি স্ক্যান করার সাথে সাথে ঐ পণ্যের বিএসটিআই অনুমোদিত লাইসেন্স/সার্টিফিকেট/ছাড়পত্র ছবি ও লোগো সংক্রান্ত তথ্যাবলি দৃশ্যমান হবে। বিএসটিআই যেসকল প্রতিষ্ঠানকে লাইন্সেন্স/সার্টিফিকেট/ছাড়পত্র প্রদান করেছে বিএসটিআই’র বিভিন্ন কার্যালয়ের ক্ষমতাপ্রাপ্ত ইউজারের মাধ্যমে ঐ সকল প্রতিষ্ঠানের তথ্যাবলি QR Code System এ এন্ট্রি করার পর স্বয়ংক্রিয়ভাবে একটি QR Code তৈরি হবে। বিএসটিআই ঐ QR Codeটি অনুমোদিত সেবাগ্রহণকারী প্রতিষ্ঠানকে সফট বা প্রিন্ট কপি আকারে প্রেরণ করে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠান QR Codeটি পণ্যের মোড়কে/পণ্যের গায়ে যুক্ত করে। পণ্যটি বাজারজাতকরণের পর যেকোন ব্যক্তি বা প্রতিষ্ঠান QR Code স্ক্যান করে বিএসটিআই’র লাইসেন্স/সার্টিফিকেট/ছাড়পত্র যাচাই করতে পারবে।